ভোলায় অবৈধ বাগদা ও গলদা রেণু জব্দ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রায় সাত লাখ বাগদা ও গলদা চিংড়ি রেণু জব্দ করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বোরহানউদ্দিন থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। ডিবি পুলিশের এসআই বেলায়েতের নেতৃত্বে একদল পুলিশ আজ ভোররাতে বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথা থেকে ১৫ ব্যারেল বাগদা রেণু জব্দ করে। এ ছাড়া বোরহানউদ্দিন থানার পুলিশ অপর একটি অভিযান চালিয়ে আরো অন্তত ১৫ ব্যারেল গলদা রেণু জব্দ করে। এসব ব্যারেলে প্রায় সাত লাখ বাগদা ও গলদা রেণু ছিল। তবে এর সঙ্গে জড়িত থাকা ব্যবসায়ীরা পালিয়ে যান। আটক করা হয়েছে রেণু বহন করা গাড়ি।
পুলিশ সুপার জানান, এসব রেণু খুলনায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। জব্দ করা রেণু চিংড়ির মূল্য প্রায় ৩২ লাখ টাকা। পরে এসব রেণু নদী ও পুকুরে অবমুক্ত করা হয়।