নেতাকর্মীদের অসহযোগিতা, সড়ে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন।
আজ সোমবার দুপুরে ঘোড়াশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন।
বক্তব্যে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিএনপি আমাকে মনোনয়ন দেওয়ার পর দলের কোনো নেতাকর্মী আমার পাশে নেই। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ চালানোসহ কোনো রকম সহযোগিতা, সহমর্মিতা দলীয় নেতাকর্মীদের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। সে কারণেই আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’
নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য কোনো চাপ বা পুলিশি হয়রানি রয়েছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দল আমার পাশে নেই। নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ভাবনা নেই। আমি একা তো নির্বাচন করতে পারব না। সেসব বিষয় চিন্তা করে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’
নির্বাচন বর্জনের বিষয়টি দল বা স্থানীয় নেতাকর্মীরা অবগত আছেন কি না জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘এটা আমার একক সিদ্ধান্ত।’
আগামী ২৫ মে ঘোড়াশাল পৌরসভার নির্বাচন। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দেন। এঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ ইলিয়াস মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সর্বশেষ দলীয় নেতাকর্মীদের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র শরিফুল ইসলাম নির্বাচনের মাঠে রয়েছেন।