পাবনায় মাসব্যাপী গাড়ি চালনা প্রশিক্ষণ শুরু
পাবনা জেলা পরিষদের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী বিনামূল্যে গাড়ি চালনা প্রশিক্ষণ শুরু হয়েছে। পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু আজ রোববার জেলা পরিষদের রশিদ হলে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম বেঞ্জামিন রিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কাজী নাসিরুল হক, সাংবাদিক এ বি এম ফজলুর রহমান, প্রকৌশলী মাসুদ তালুকদার প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুবতী ও ১০ জন যুবক অংশ নিচ্ছেন।