বেনাপোলে ৫৩টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৩টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কচ্ছপ ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল বলে বিজিবি দাবি করেছে।
আজ রোববার দুপুরে বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ‘ভারত থেকে পাচার করে বিরল প্রজাতির বিপুলসংখ্যক কচ্ছপ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে-এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৩টি কচ্ছপ আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় পাচারকারীরা।’
উদ্ধার করা কচ্ছপগুলো বন্য প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে কমান্ডিং অফিসার জানিয়েছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।