টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা কমান্ডারের অপসারণের দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরুল হক ডিপটির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুক্তিযোদ্ধারা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
আজ সোমবার সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খ. জহিরুল হক ডিপটি নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া এবং মুক্তিযোদ্ধাদের নাম করে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা অনুদান এনে আত্মসাৎ করেছেন। আগামী সাতদিনের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদত্যাগ না করলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা কমান্ডারের অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে জেলার প্রত্যেকটি উপজেলা কমান্ডার, সাধারণ মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একাংশ উপস্থিত ছিল।