খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত, অস্ত্র উদ্ধার
খুলনার কয়রা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আল-আমিন (৪৫) সুন্দরবনের সংঘবদ্ধ দস্যুদলের একটির সদস্য। তিনি ওই দলটির নেতৃত্ব দিতেন বলেও পুলিশ জানিয়েছে। এ সময় সেখান থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার রাত ১০টার দিকে উপজেলার ঝপঝপিয়ার চরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হীরেন্দ্রনাথ। তিনি জানান, আজ সকাল সাতটার দিকে আল-আমিনকে উপজেলার আমেদি বাজারের চাঁদ আলী সেতু এলাকা থেকে আটক করা হয়। রাত নয়টার দিকে তাঁকে নিয়ে সুন্দরবনে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ঝপঝপিয়া চরে ওত পেতে থাকা আল-আমিনের সহযোগিরা পুলিশের উপর গুলি চালায়।
পুলিশ পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ চলে। পরে ঘটনাস্থলে আল-অমিনের মৃতদেহ পাওয়া যায় বলে জানান ওসি। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে টু-টু বোরের তিনটি রাইফেল, একটি বিদেশি বন্দুক, দুইটি দেশি বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১১৯টি বন্দুকের গুলি এবং ২২টি টু-টু বোরের গুলি পাওয়া গেছে।
আল-অমিনের নামে কয়রা থানায় অপহরণসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে বলেও দাবি করেছেন পুলিশ কর্মকর্তা হরেন্দ্রনাথ।