মুক্তিযোদ্ধা নাজমুল হক তারা আর নেই
মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এফ. এম. নাজমুল হক তারা আর নেই। আজ রোববার রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
নাজমুল হক তারা ময়মনসিংহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর বাড়ি ভালুকা উপজেলার উথুরা গ্রামে।
আগামীকাল সোমবার বাদ আছর মরহুমের জানাযা শেষে তাঁকে শহরের গোলকিবাড়ি কবরস্থানে দাফন করা হতে পারে বলে তাঁর জামাতা অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এনটিভি অনলাইনকে জানিয়েছেন।