এমপি রানাসহ ৯ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তাঁর তিন ভাইসহ নয়জনের বিরুদ্ধে এবার হুলিয়া জারি করেছেন আদালত। একই সঙ্গে আসামিদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।
টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন।
টাঙ্গাইলের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার আদালতের বিচারকের এ নির্দেশনা জারির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফিজুর রহমান জানান, এর আগে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার অভিযোগে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ নয়জনের বিরুদ্ধে আদালতে সম্প্রতি অভিযোগপত্র জমা দেওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুকের স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।