দামুড়হুদার নতিপোতা ইউপিতে আজিজুল, নাটুদহে শফিকুল চেয়ারম্যান
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হক এবং নাটুদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার দিনভর ভোট শেষে রাত সাড়ে ৮টায় ভোটের ফল ঘোষণা করা হয় বলে এনটিভি অনলাইনকে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান।
নতিপোতা ইউনিয়নে আজিজুল হক দুটি পাতা প্রতীকে চার হাজার ৯৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এই দলের রবিউল হাসান টেবিলফ্যান প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৭১ ভোট।
অন্যদিকে, নাটুদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম তালগাছ প্রতীকে তিন হাজার ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ইয়াচ নবী অটোরিকশা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৫৩৮ ভোট।
নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্যপদে নয়জন এবং সাধারণ সদস্যপদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৩ এবং সাধারণ সদস্যপদে ৩৪ জন ভোটযুদ্ধে অংশ নেন।
২০০৩ সালে নতিপোতা ইউনিয়নে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এর পর নতিপোতা ইউনিয়নকে বিভক্ত করা হয়। এর ১২ বছর পর রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।