মানিকগঞ্জে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার ৪৪
মানিকগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন বিএনপিকর্মী বলে দাবি তাদের। গতকাল রোববার রাতে সদর, দৌলতপুর ও সিংগাইর থানা পুলিশ এদের গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটক জুয়েল (২৪), মহিদুর রহমান (৪০), তফিল উদ্দিন তফী (৪৫), মো. পলাশ মিয়া (৩২), মো. জাকির হোসেন (২৮) ও মো. আহাদ (৩২) বিএনপির কর্মী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় এই বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা থাকা ও নিয়মিত মামলায় আরো ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক (ডিআইও-১) মাহাবুবুল আলম জানান, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।