কাজ চলার সময়ই ধসে পড়ল সেতু
নাটোর সদর উপজেলার জোলারকান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতু (ফুটব্রিজ) ভেঙে পড়েছে। আজ বুধবার সেতুতে ঢালাই দেওয়ার সময় মাঝখানের অংশ ধসে খালে পড়ে যায়। এ ঘটনায় একাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার জোলারকান্দি খালের ওপর ৩৬ ফুট দীর্ঘ ওই সেতুর নির্মাণকাজ চলছিল। ওপরের অংশ ঢালাই দেওয়ার সময় তা ধসে পড়ে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম ব্রিজটি নির্মাণ করছিলেন। নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ভেঙে পড়ে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।