মহাসড়কে ট্রাকের ধাক্কা, স্কুলছাত্র নিহত
বগুড়ার গোকুল এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রিয়াদ (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় লোকজন।
রিয়াদ গোকুল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে গোকুল এলাকার মো. মিলনের ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গাজীউল হক জানান, সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল রিয়াদ। পথে গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে রংপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
গাজীউল আরো বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ ট্রাকটি দ্রুত আটকের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছাড়েন।