নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন নরসিংদীর একটি আদালত। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার নরসিংদী জেলা নারী ও শিশু নির্য়াতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহমদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। আদালত অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ছানাউল্লাহ (৩৯) নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের বাসিন্দা।
খালাসপ্রাপ্তরা হলেন ছানাউল্লার ভাই শহিদুল্লাহ, তাঁর বাবা বাচ্চু মিয়া (৪৮), মা রাশিদা বেগম (৪২)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শরীফুল হক চৌধুরী মামলার বরাত দিয়ে বলেন, ২০১৪ সালের ২১ মার্চ রাতে স্বামীর নির্যাতনে মৃত্যু হয় করিমগঞ্জ এলাকার গয়েছ মিয়ার মেয়ে ছোলেমা বেগমের (২২)। পর দিন সকালে বসত ঘর থেকে গলায় ফাঁস দেওয়া ছোলেমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ছোলেমার বাবা গয়েছ আলী বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২১ জুন ছানাউল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযাগপত্র দাখিল করেন।
আদালত আটজন স্বাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. জসিম উদ্দিন মৃধা।