যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা অনেক ভালো : আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক ভালো বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান এ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা এগুলো ট্র্যাডিশনাল ক্রাইম। এগুলো পৃথিবী সৃষ্টির পর থেকেই কমবেশি হয়েছে। কিন্তু প্রতিটি ঘটনার পর আসামিদের গ্রেপ্তার, তদন্ত এসব ক্ষেত্রে পুলিশের যথেষ্ট অর্জন আছে। আমি মনে করি এবং দেশের সাধারণ মানুষ ও সুশীল সমাজও মনে করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, শিক্ষকরা পূজনীয় ব্যক্তি। এখানো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে দেখলে আমরা পা ছুঁয়ে সালাম করি। তাদের সেই মর্যাদা দেওয়া উচিত। যে ঘটনাটি ঘটেছে পুলিশের তাৎক্ষণিকভাবে করণীয় কিছু নেই। এ ব্যাপারে থানার সাধারণ ডায়েরি (জিডি) অনুয়ায়ী পুলিশ তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইজিপি।
সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ছাড়া আরো কেউ জড়িত আছে কি না তারও তদন্ত চলছে বলে জানান এ কে এম শহীদুল হক।
বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দিনসহ শিক্ষকরা বক্তব্য দেন।
সেমিনারে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।