কিশোরগঞ্জে তুলার কারখানা ভস্মীভূত
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা তৈরির একটি কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে জাকের তুলা রিপিয়ারিংয়ের কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত কারখানাসংলগ্ন গুদামে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। গুদামে বিপুল পরিমাণ উৎপাদিত তুলা এবং কাঁচামাল হিসেবে মজুদ করা ঝুট ছিল। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
স্থানীয় জনগণের সহায়তায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তুলা ও ঝুটের স্তূপের বিভিন্ন অংশে ধোঁয়া বেরোতে দেখা যায়।
কারখানার মালিক আনিছ মিয়া জানান, আগুনে তুলা তৈরির তিনটি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি, গুদামে বিপুল পরিমাণ উৎপাদিত তুলা এবং কাঁচামাল হিসেবে আনা ঝুট সম্পূর্ণ পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক প্রাণনাথ সাহা।