মেহেরপুরে ট্রলিচাপায় শিশু নিহত
ইটবোঝাই ট্রলির চাপায় ঊষা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঊষা গোভিপুর গ্রামের ওয়াসিম হোসেনের মেয়ে। সে গোভিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোভিপুর প্রাথমিক বিদ্যালয় ছুটির পরে ঊষা বইখাতা নিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের বাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর শহরগামী ইটবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রলি আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ট্রলিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা করতে রাজি নয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আর্জি জানিয়েছে।