নরসিংদীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। আজ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল ও শিবপুরের মুনসেফের চর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ভৈরব কমলপুর এলাকার বাসিন্দা সোহাগ খন্দকার (৩৮) ও তাঁর বোন মাসুমা খন্দকার। অন্য দুর্ঘটনায় নিহত হয়েছেন রায়পুরার মরজাল এলাকার বাসিন্দা আবদুল জলিল।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন জানিয়েছেন, শনিবার সকালে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের মুনসেফের চর এলাকায় একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক আবদুল জলিল মারা যান। দুর্ঘটনায় আহত হয় ১০ জন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি কর হয়।
এর আগে ভোর রাতে জেলার মরজাল এলাকায় ঢাকা থেকে ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সোহাগ খন্দকার (৩৮) ও তাঁর বোন মাসুমা খন্দকার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। পরিবারের অবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।