মংলা প্রেসক্লাব নির্বাচনে দুলাল সভাপতি ও হাসান সম্পাদক
মংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে এইচ এম দুলাল সভাপতি ও হাসান গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচ এম দুলাল ও সহসভাপতি পদে বৈশাখী টিভির প্রতিনিধি কামরুজ্জামান জসিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া দৈনিক ভোরের কাগজ ও জন্মভূমি প্রতিনিধি হাসান গাজী সাধারণ সম্পাদক, এনটিভি প্রতিনিধি আবু হোসাইন সুমন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু কালাম আজাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি সুমেল সারাফাত, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু ও দৈনিক সংবাদের প্রতিনিধি মনিরুল ইসলাম।
আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ক্লাবের ২৭ সদস্যের মধ্যে ২৬ জনই ভোট দেন।
দুপুরেই প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন।