ছাত্রলীগের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানকে পেটানোর অভিযোগ
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলম খন্দকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আলম খন্দকার এ ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের দায়ী করেছেন।
আজ রোববার দুপুরে উপজেলার দড়িহাল্লাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ আহত আলম খন্দকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ভাইস চেয়ারম্যান আলম খন্দকার বলেন, ‘দুপুরে বাড়ির পাশে রাস্তার কাজ চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক কর্মী নির্মাণকাজের জন্য রাখা ইট ও কংক্রিট লুট করে নিয়ে যাচ্ছিল। আমি তাতে বাধা দিই।’
ভাইস চেয়ারম্যান বলেন, ‘এ সময় ছাত্রলীগের মনির হোসেন, জাহিদ, সোহেলসহ ২০-৩০ জন কর্মী আমাকে লাঠি দিয়ে বেড়ধক পেটায়। পরে দুই পুলিশ সদস্য আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দাবি করেন, শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।