৩৫তম জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
‘ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার সোপান’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ৩৫তম জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল-২০১৫। গতকাল রোববার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মরিয়মনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই সম্মেলনের।
সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক চান। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় সভাপতি পিন্টু হাউইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফছিহুর রহমান।
সম্মেলনে বক্তব্য দেন আদিবাসী নেত্রী রবেতা ম্রং, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, বাগাছাসের কেন্দ্রীয় সহসভাপতি পবিত্র ম্রং প্রমুখ।