সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত
মানিকগঞ্জ সদর উপজেলার হাসলি গ্রামে আজ সোমবার বিকেলে সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বালিরটেক গ্রামের সামছুদ্দিনের ছেলে মো. শাহীন (২০) ও শানবান্ধা গ্রামের অজিত চন্দ্র সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৩২)।
সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়ায় শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. শাহাদত হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ আগে হাসলি গ্রামের একটি বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক স্থাপন করা হয়। বিকেল ৪টার দিকে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খোলার জন্য গোপাল সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। গোপালের বের হতে দেরি দেখে শাহীনও ভেতরে নামেন। দুজনের সাড়া না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।