হা-শোর রংপুরের অডিশন শেষ
জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘হা-শো’ সিজন ৪-এর রংপুর অঞ্চলের অডিশন পর্ব শেষ হলো।
আজ সোমবার সকাল থেকে রংপুর বিভাগের আট জেলা থেকে আসা শত শত প্রতিযোগী আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে উপস্থিত হন অডিশনে অংশ নেওয়ার জন্য। সকাল ৯টায় শুরু হয়ে দুপুরে বিরতির পর বিকেল পর্যন্ত চলে অডিশন পর্ব।
রংপুরের অডিশন পর্বের বিচারক ছিলেন এনটিভির সিনিয়র প্রযোজক হাসান ইউসুফ খান ও রেজাউল করিম হিটলু।
সংস্কৃতিতে কমেডিকে একটি শক্তিশালী শিল্প মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে এনটিভি।
এবারে হা-শোর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মারসেল ও ডাবর মেছওয়াক। কো-স্পন্সর হিসেবে রয়েছে মমতাজ হারবাল।