টঙ্গীতে দেয়ালধসে নির্মাণশ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার দেয়ালধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে মুদাফা এলাকার তামিসনা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
তামিসনা কারখানার সহকারী প্রকৌশলী মো. ফয়জুর রাজ্জাক জানান, কারখানার একটি কক্ষের দেয়াল ভাঙার কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। আজ দুপুরে হঠাৎ ওই দেয়ালের কিছু অংশ ধসে পড়লে কয়েকজন শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই হাসান নামের এক শ্রমিক মারা যান, আহত হন আরো দুজন। নিহত হাসানের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানান তিনি।
আহত দুই শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া হাসানের মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।