নরসিংদীতে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে এমদাদুল হক এবাদ (২৮) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় শহরতলির হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক সদর উপজেলার বাদুয়ারচর কাচারীবাজারের মৃত কেলো মুন্সির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাদুয়ারচর কাঁচাবাজারে যান এবাদ। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। রাতে প্রচারকাজ শেষে আলতাফ হোসেনকে তাঁর বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন এবাদ। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তাঁর জবাই করা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য হাজীপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অপর ইউপি সদস্য প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকরা এবাদকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
সকালে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালেদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তদন্তের পর তা বলা যাবে।