ধানের শীষের কার্যালয়ে ভাঙচুর, নৌকায় আগুন
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দোষারোপ করছে।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাত ১২টায় ওই ইউনিয়নের শাপলা উচ্চ বিদ্যালয়ের সামনে, কোনপাড়া, মণ্ডলপাড়া ও দৌলতপুর হাবুসপাড়ায় গ্রামে ৩০-৪০ জন মোটরসাইকেল নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার-টেবিল, মোটরসাইকেল ও কার্যালয় ভাঙচুর করা হয়।
এদিকে ওই রাতেই শাপলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাখা নৌকা প্রতীকে অগ্নিসংযোগ করা হয়।
বিএনপি প্রার্থী পয়গাম আলী এবং আওয়ামী লীগ প্রার্থী সেরেকুল ইসলাম একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন।
এ ঘটনার পর এলাকার ভোটারদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।