রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিমশয়ানে মুক্তিযোদ্ধা তারা
ময়মনসিংহে সশস্ত্র সালাম ও বিউগলের করুণ সুরে অন্তিমশয়ানে সমাহিত করা হয়েছে মুক্তিযোদ্ধা এস এম নাজমুল হক তারাকে। আজ বাদ আসর ময়মনসিংহের আনজুমানে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে গোলকিবাড়ী কবরস্থানে দাফন করা হয়েছে ।
এর আগে সশস্ত্র সালাম জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করে পুলিশের একটি দল। সকালে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, রাজনৈতিক সহকর্মী, সহকর্মী মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা নাজমুল হকের বাসায় গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও বিকেলে তাঁর জানাজায় অংশ নেন।
সকালে জেলা বিএনপি কার্যালয়ে নাজমুল হকের কফিনে ফুল ও দলীয় পতাকা জড়িয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতারা। পরে ময়মনসিংহ পৌরসভায় তাঁর কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করে পৌর পরিষদ।
মরহুম এস এম নাজমুল হক তারা ময়মনসিংহ সাবেক ৫ নম্বর ওয়ার্ডে তিনবার এবং বর্তমান ২ নম্বর ওয়ার্ড থেকে দুইবারসহ পাঁচবার কাউন্সিলার নির্বাচিত হন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ১১ নং সেক্টরে সাবসেক্টর কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ময়মনসিংহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আগামী শুক্রবার বাদ আসর গোলকিবাড়ী মসজিদে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর জামাতা আনোয়ারুল আজিজ টুটুল।