লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বজ্রপাতে আমিনুল ইসলাম (৩৮) নামের একজন মারা গেছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমিনুর ওই এলাকার প্রয়াত আকশু আলীর ছেলে। বজ্রপাতের সময় হতাহতরা সবাই মাঠে কাজ করছিলেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব কুমার দাস জানান, বজ্রপাতে গুরুতর আহত আমিনুলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত বাকি পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন ইসলামপুর গ্রামের জসিমুদ্দিনের ছেলে রুহুল আমীন (২৭) ও সফিকুল ইসলামের ছেলে নাজমুল (২৫); ধবলসতী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নুর বানু (১০) ও ফরিদুলের মেয়ে ফেরদৌসী (১৬) এবং কামারডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে জয়নাল আবেদিন (২৫)।