যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শঙ্কর কর জানান, গোলাপবাগের মনোয়ারা হাসপাতালের সামনে রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরগামী একটি বাসের ধাক্কায় শিউলি (২৫) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হন রিকশার অপর যাত্রী শাহিদা (৩০)।
ওসি আরো জানান, বাসটি রিকশাকে ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিউলির মৃত্যু হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরগামী তিশা পরিবহনের বাসটিকে আটক করেছে পুলিশ।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র জানান, নিহতের পরিবার যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা সম্পর্কে খালা-ভাগনি। রাতে অসুস্থ এক আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এ ঘটনার কিছুক্ষণ পরেই যাত্রাবাড়ী চৌরাস্তায় দিদার (৪০) নামের এক পথচারীকে চাপা দেয় বালুবাহী একটি ট্রাক। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক চৌধুরী জানান, চৌরাস্তা থেকে একটু দূরে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই পথচারী। তাঁর লাশ ঢামেকে আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
এর আগে সোমবার সকালে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে বাসের চাকা খুলে ধাক্কা লেগে রোমেন দাস (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছিলেন।