বিএনপিকে মায়া কান্না কাঁদতে না করলেন মায়া
বিএনপিকে মায়া কান্না না কেঁদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বুধবার দুপুর ১২টায় ভোলায় তজুমদ্দিন উপজেলায় ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসে এক সুধী সমাবেশে মন্ত্রী এ আহ্বান জানান।
তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্ল্যাহ জসিমের সভাপতিত্বের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, আমার দেশের মানুষ যেন কোনো ধরনের কষ্ট না পায়। না খেয়ে যেন না থাকে। যা প্রয়োজন তা নিয়ে দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাড়াও। তাঁর এ নির্দেশে আমরা এরই মধ্যেই অনেক ত্রাণ ও টাকা দিয়েছি। প্রয়োজনে আরো দেব। কোনো মানুষ যেন না খেয়ে থাকে না। তা ছাড়া এলাকার সব টিউবয়েলকে পরিষ্কার করে দিতে হবে। দুষিত পানি খেয়ে কোনো রোগ বালাই যেন না হতে পারে।’
সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘আজ এত বড় একটি দুর্যোগ হয়েছে। অথচ বিরোধী দল বিএনপি (বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি) মায়া কান্না কাঁদে। কই আপনারা তো এক ছটাক চাল নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াননি। আপনারা তো কোনো এলাকা পরিদর্শন করতেও আসেননি। মন্ত্রী সমাজের বিত্তবানদের দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।’
এ সময় সমাবেশে আরো বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
পরে মন্ত্রী উপজেলা এলাকায় ত্রাণ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলা পরিদর্শন করে সেখানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।