নরসিংদীতে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ড
নরসিংদীর মনোহরদীতে শিশু রহিমাকে (১১) ধর্ষণের পর হত্যার দায়ে আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিম আহাম্মদ এই রায় দেন।
রহিমা হত্যা মামলার আরেক আসামি নূরচান মিয়া সম্প্রতি মামলা বিচারাধীন অবস্থায় জেলহাজতে মৃত্যুবরণ করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জানুয়ারি মনোহরদী উপজেলার কায়েতেরগাঁও গ্রামের আওয়াল মিয়ার শিশু মেয়ে রহিমা পাশে চাচার বাড়িতে টেলিভিশন দেখতে যায়। রাত ৮টার দিকে টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রহিমাকে ধরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন সকালে বাড়ির অদূরে জঙ্গলে রহিমার লাশ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর বাবা আওয়াল মিয়া বাদী হয়ে মনোহরদী থানায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ নূরচান মিয়া ও কিরণ মিয়াকে আসামি করে আদালতে অভিযাগপত্র দাখিল করে। আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শরীফুল হক চৌধুরী দর্পণ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নূরুন নবী।