বরগুনায় রোয়ানু ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
বরগুনায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘জাগো নারী’ এই ত্রাণ বিতরণ করে। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত একশ পরিবারের সদস্যদের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ ছাড়া সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মাঝেরচর ও গুলিশাখালী গ্রামে আরো দেড়শ পরিবারের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি জানান, তাৎক্ষণিকভাবে প্রথম দফায় মোট সাড়ে চারশ দুর্গত পরিবারের মধ্যে খাবার ছাড়া বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সমগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীকাল শনিবার সকালে বেতাগী উপজেলার মোকামিয়া ও সরিষামুড়ি ইউনিয়নের দুর্গত আরো দুইশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। এসব ত্রাণ প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য থাকছে, একটি জারিকেন, একটি অ্যালুমিনিয়ামের বড় কলস, কাপড় কাচা ও গোসলের জন্য চারটি সাবান, একটি স্যানিটারি ন্যাপকিন এবং সাতটি করে খাবার স্যালাইন।
সকালে বরগুনার ঢলুয়া ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং অক্সফামের প্রতিনিধি নিয়াজ নাজিম চৌধুরী।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকালে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন ও পাথরঘাটা সদর উপজেলার ক্ষতিগ্রস্ত চারশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিট।