চাঁদপুরের কচুয়ার একটি কেন্দ্রে ভোট স্থগিত
চাঁদপুরের কচুয়া উপজেলার সাত নম্বর দক্ষিণ কচুয়া ইউনিয়নের আকানিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ভোটকেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার পৌনে ১০টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহমান জানান, ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা চালানো হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ভোট শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
কেন্দ্রে বিশৃঙ্খলার ব্যাপারে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু জানান, ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়া ও মনু মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।