টাঙ্গাইলে আ. লীগ ১০, স্বতন্ত্র ৫
টাঙ্গাইলের সখিপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার মোট ১৮টি ইউনিয়নে বেসরকারি ফলাফল আজ রাতে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ ১০টি, বিএনপি তিনটি ও স্বতন্ত্র প্রার্থীরা পাঁচটিতে নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়।
বেসরকারি ফলাফল অনুযায়ী বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নে মামুন অর রশিদ মামুন (স্বতন্ত্র), কাউলজানী ইউনিয়নে হাবিবুর রহমান চৌধুরী হবি (আওয়ামী লীগ), ফুলকী ইউনিয়নে জাহিদুল ইসলাম বাবুল (বিএনপি), হাবলা ইউনিয়নে খোরশেদ আলম (আওয়ামী লীগ) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে আতোয়ার রহমান (আওয়ামী লীগ), হাতিবান্ধা ইউনিয়নে গিয়াস উদ্দিন (আওয়ামী লীগ), বহুরিয়া ইউনিয়নে আব্দুস সেলিম (আওয়ামী লীগ), কাকড়াজান ইউনিয়নে তারিকুল ইসলাম (আওয়ামী লীগ), কালিয়া ইউনিয়নে কামরুল হাসান (আওয়ামী লীগ), বহেড়াতৈল ইউনিয়নে ফেরদৌস হাসান (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে মির্জাপুর উপজেলায় গোড়াই ইউনিয়নে তারিকুল ইসলাম নয়া (বিএনপি), ভাতগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম (স্বতন্ত্র), ওয়ার্শী ইউনিয়নে মাহবুবুল আলম মল্লিক (আওয়ামী লীগ), আনাইতারা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (আওয়ামী লীগ), বানাইল ইউনিয়নে ফারুক হোসেন (স্বতন্ত্র), মহেড়া ইউনিয়নে বাদশা মিয়া (স্বতন্ত্র),বাঁশতৈল ইউনিয়নে আতিকুর রহমান মিল্লাত (আওয়ামী লীগ) এবং জামুর্কী ইউনিয়নে আলী এজাজ খান চৌধুরী রুবেল (বিএনপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।