বিদ্যুতের গ্রিড সাব স্টেশন নির্মাণের দাবিতে বরগুনায় মানববন্ধন
নাজুক বিদ্যুৎ পরিস্থিতির কারণে দীর্ঘদিনের ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে গ্রিড সাব স্টেশন স্থাপনের দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলাবাসী। আজ রোববার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনের পর মিছিল শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বরগুনায় দ্রুত একটি বিদ্যুতের গ্রিড সাব স্টেশন নির্মাণের দাবিতে তিন ঘণ্টার জন্য সব দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় বরগুনায় বিদ্যুৎ সংকট নিরসনে গ্রিড সাব স্টেশনের পাশাপাশি বিকল্প ইনকামিং সোর্স স্থাপনেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অনুন্নত বিদ্যুৎ ব্যবস্থার কারণে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তির শিকার বরগুনার কয়েক লাখ অধিবাসী। অপর্যাপ্ত জনবল এবং দুর্বল বিদ্যুৎ লাইনের কারণে কখনো টানা দুই দিন কখনো বা তিনদিন ধরে বিদ্যুৎ বন্ধ থাকছে বরগুনায়। এতে বিপাকে পড়ছে বরগুনা জেনারেল হাসপাতালসহ দশটিরও বেশি প্রাইভেট ক্লিনিক। প্রচণ্ড গরমে লাইট ফ্যান না চলায় নাকাল এসব হাসপাতাল ও ক্লিনিকের শত শত রোগী। ফ্রিজ অচল থাকায় সংগৃহীত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে শহরের পানি সরবরাহ। আর পথে বসতে বসেছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরাও।
গ্রিড সাব স্টেশন নির্মাণ এবং বিকল্প ইনকামিং সোর্স স্থাপনের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবির, বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান, শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখরঞ্জন শীল, জেলা এনজিও ফোরামের সভাপতি মো. মোতালেব মৃধা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, মুশফিক আরিফ প্রমুখ।