মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আজ মঙ্গলবার ৬৩৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে হাতিমারা ফাঁড়ি পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সদরের নৈদীঘির পাথর গ্রামের বাড়ি থেকে মো. সুমন ওরফে কানা সুমন (৩২) ও তাঁর স্ত্রী রেখাকে (২৬) গ্রেপ্তার করা হয়।
হাতিমারা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, সুমনের ঘরে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি পাওয়া যায়। সুমন ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি বিক্রি করে আসছেন। এর আগে সুমন ১১ বার মাদকদ্রব্য নিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।