নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত
নরসিংদীতে সোহেল ট্রেডিংয়ের কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছে। আজ রোববার রাত ১০টার দিকে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শান্ত সূত্রধর (১৫) পৌর শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ও সহকারীসহ ট্রাকটিকে আটক করেছে।
আটক দুজন হলেন ট্রাক চালক কুষ্টিয়ার সাহেব আলী (৪২) ও তাঁর সহকারী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. আলতাফ (৪৫)।
পুলিশ জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে সোহেল ট্রেডিংয়ের একটি কাভার্ডভ্যান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে নরসিংদীর কার্যালয়ে আসছিল। কাভার্ডভ্যানটি সোহেল ট্রেডিংয়ের প্রধান কার্যালয়ের সামনে এসে লোকমান চত্বরের ওপর উঠিয়ে দেয়। এ সময় কাভার্ডভ্যানটি চত্বরের সীমানা প্রাচীর ভেঙে যাত্রীবাহী একটি রিকশার ওপর উঠিয়ে দেয়। রিকশার যাত্রী শান্ত সূত্রধর ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। পরে আশপাশের লোকজন আহতবস্থায় শান্তকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এদিকে দুর্ঘটনায় নিহতের ঘটনায় উত্তেজিত জনতা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।