চট্টগ্রামে ইস্পাত কারখানায় আগুন
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় কেডিএস ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বায়েজিদ থানার ফায়ার স্টেশনের ইনচার্জ ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেডিএস ইস্পাত কারখানার তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান কারখানাটির কর্মকর্তারা।