লক্ষ্মীপুরে তিন মণ জাটকাসহ আটক ২
লক্ষ্মীপুরে তিন মণ জাটকাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের মেঘনা নদীর মজুচৌধুরীর হাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মাছ শিকারের নৌকাও জব্দ করা হয়।
মজুচৌধুরীর হাট কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. জেবল হক জানান, কয়েকজন জেলে জাটকা বোঝাই একটি নৌকা নিয়ে মেঘনা নদীর মজুচৌধুরীর হাট মাছ ঘাটে আসার সময় কোস্টগার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন জেলে নৌকা থেকে পালিয়ে যায়। পরে দুজনকে তিন মণ জাটকা ও নৌকাসহ আটক করা হয়।
আটক দুজন হলেন রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও একই এলাকার আল আমিন (১৪)।
লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. জাহিদ জানান, কোস্টগার্ডের জব্দ করা জাটকাগুলো দুপুরে স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান আটক মো. জসিম উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আরেক আটক আল আমিনকে অব্যাহতি দেওয়া হয়।