এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবিতে ময়মনসিংহে বুকলেট বিতরণ
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে ময়মনসিংহে বুকলেট বিতরণ করা হয়েছে।
মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ ময়মনসিংহ আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার ময়মনসিংহের অফিসপাড়ায় এই বুকলেট বিতরণ করা হয়। বুকলেটে ছিল গণমাধ্যমে মোসাদ্দেক আলীর অবদান, বর্ণাঢ্য সামাজিক-সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ। শিগগিরই মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান পরিষদের নেতারা।
মুক্তি পরিষদের উদ্যোগে আহ্বায়ক প্রফেসর আবুল ফয়েজ আহামদ ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান কেনান, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. হানিফ খান, পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খান রতন, সংগীত প্রশিক্ষক আনিসুজ্জামান রতন, চিকিৎসক জাকির হোসেন খান ও এ কে এম মাহফুজুল আলম লিটন, অ্যাডভোকেট গোলাম আজম, শামসুল আরেফিন ও শামসুন্নাহার শীলা, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল আলম রফিক, সাংবাদিক নজিব আশরাফ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, ওয়াহিদুল ইসলাম, হোসেন আলী, মোখলেছুর রহমান পরিষদের অন্যান্য সদস্যসহ বিপুল পেশাজীবী, সংস্কৃতিকর্মী গণমাধ্যমের নেতারা এই কার্যক্রমে অংশ নেন।