চাঁদপুরে শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যানরা
চাঁদপুরের দুটি উপজেলার তৃতীয় ধাপে নির্বাচিত ২২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
আজ বুধবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলার ১১ জন এবং হাজীগঞ্জ উপজেলার ১১ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ নেন।
নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।