মানিকগঞ্জে আটক ২৭
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় বাকি ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিএসবি) মাহবুব আলম জানান, ২০-দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ছয় কর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সদর থানা এলাকার মো. চঞ্চল (২৭), মো. লিটন মিয়া (৩২), হামেদ আলী (৩৪), মো. অমর আলী (৩২), মো. শাহীন (৩২) ও মো. কবির (৩০)। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বাকি ২১ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।