নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ১৭
মেহেরপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাশকতাবিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতে অভিযান চালিয়ে সদর থানা থেকে আটজনকে, গাংনী থানা থেকে ছয়জনকে এবং মুজিবনগর থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির কর্মী-সমর্থক। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।