বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোসলখানায় রাখা বালতিভর্তি পানিতে ডুবে মারা গেছে এক বছর নয় মাস বয়সী এক শিশু। গতকাল সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ভাণ্ডারীকান্দি ইউনিয়নের নতুন ক্রোকচর গ্রামের নছিমনচালক রুবেল মাদবর ও ফাহিমা আক্তারের একমাত্র সন্তান মাহিম। গতকাল সন্ধ্যায় শিশুটির মা ফাহিমা শৌচাগারে যান। পাশেই খেলছিল মাহিম। শৌচাগার থেকে বের হয়ে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন তিনি। একপর্যায়ে গোসলখানায় পানিভর্তি বালতিতে উপুড় অবস্থায় মাহিমকে দেখতে পান।
পরিবারের সদস্যরা মাহিমকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।