গাজীপুরে বাসচাপায় শিশুসহ নিহত ২
গাজীপুর শহরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বুধবার বাসচাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে ছেলেশিশুটির বয়স পাঁচ বছর। অন্যজনের বয়স ৬০ বছর (পুরুষ)।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস সড়কের উল্টো পথ দিয়ে যাওয়ার সময় দুজনকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।