গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
গোপালগঞ্জে বজ্রপাতে নুরু মোল্যা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় তাঁর এক গরু মারা যায়। দুটি গরু আহত হয়। আজ বুধবার সকালে সদর উপজেলার মেরী গোপীনাথপুর বাসাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, নুরু মোল্যা আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে তিনটি গরু গোয়ালঘরে নিয়ে যান। এ সময় গরু বাঁধার সময় হঠাৎ গোয়ালঘরের ওপর বজ্রপাত হলে নুরু মোল্যা গুরুতর আহত হন। একটি গরু মারা যায় ও দুটি গরু আহত হয়। নুরু মোল্যাকে পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।