শিবপুরে বাস-জিপ সংঘর্ষে প্রাণ গেল দুজনের
নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের সঙ্গে ভৈরবগামী জিপের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন।
নিহতরা হলেন মামুন খান (৪০) ও শাহীন মিয়া (৪৫)। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মনবাউরা এলাকার ফরিদ মিয়ার ছেলে উজ্জ্বল (২২), নোয়াখালী সেনবাগ উপজেলার রুস্তম আলীর ছেলে ফরিদ (৩০) ও একই এলাকার ফারুক (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি কারারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপচালক মামুন খান নিহত হন।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।