নরসিংদীতে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
নরসিংদীর মাধবদী থেকে ৩০০ ইয়াবা বড়িসহ ইউসুফ মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাধবদী উপজেলার আটপাইকা নামক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার বলেন, ‘আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার টিম মাধবদী থানার আটপাইকা নামক এলাকায় অভিযান চালাই। পরে ওই এলাকার শুভ টেক্সটাইল সংলগ্ন ইমান আলীর মুদির দোকানের সামনে থেকে ইউসুফ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।’
রূপন কুমার জানান, ইউসুফ বিক্রি করার উদ্দেশে এই মাদকদ্রব্য বহন করছিলেন। তাঁর নামে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আরেকটি মামলা করা হয়েছে।