শার্শায় ভাতিজা খুন, চাচা-চাচি আটক
যশোরের শার্শা উপজেলার শিবনাথপুর বারোপোতা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বুধবার জামাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী জামালের চাচা রমজান আলী ও চাচি মনিরাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত জামাল শিবনাথপুর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে নিহত জামাল ও তাঁর চাচা রমজান আলীর পরিবারের মধ্যে কলহ চলছিল। আজ বেলা ১১টার দিকে জমি ভাগাভাগি নিয়ে জামালের সাথে চাচা রমজান আলীর বিবাদ বাধলে একপর্যায়ে রমজান, তাঁর স্ত্রী মনিরা খাতুন ও ছেলেরা ঘর থেকে ধারালো অস্ত্র এনে জামালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন রমজান আলী ও তাঁর স্ত্রী মনিরাকে আটকের পর পুলিশে সোপর্দ করে। পুলিশ জামালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।