টাঙ্গাইলে পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোবিনদাসি ইউনিয়নের বিলচাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মোতালেব হোসেনের দুই মেয়ে সাদিয়া (৭) ও মরিয়ম (৫) এবং মোতালেবের ছোট ভাই রহিসউদ্দিনের মেয়ে আতিয়া (৪)। তাদের লাশ দাফনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে আনা হয়েছে।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে ছোট একটি পুকুরের পাড়ে প্রতিদিনের মতো আজো তিনজন খেলা করতে গিয়েছিল। এরপর তারা নিখোঁজ হয়ে যায়। বিকেল ৫টার দিকে প্রথমে সাদিয়া ও মরিয়মের লাশ ভেসে উঠে। স্থানীয়রা তাদের উদ্ধারের আধা ঘণ্টা পর আতিয়ার লাশও ভেসে ওঠে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জাহিদুজ্জামান বলেন, ‘পানি থেকে উদ্ধার করে স্থানীয়রা এই তিন শিশুকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসে।’