সড়ক পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট চাচা-ভাতিজা
গাজীপুরে সড়ক পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ওষুধের দোকানের এক কর্মচারী ও তাঁর ভাতিজা নিহত হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের সামনে আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দিগেন্দ্র দাস ও তাঁর শিশু ভাতিজা বাবু। দিগেন্দ্র ভোগড়া বাইপাস এলাকার রেণুবালা ফার্মেসিতে সেলসম্যান ছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, দিগেন্দ্র তাঁর ভাতিজাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।পুলিশ বাসটি আটক করেছে বলে জানান ওসি।